Logo
Logo
×

শিক্ষা

ঢাবিতে গাঁজা প্রস্তুত করার সময় নারীসহ ৪ বহিরাগত আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:১৪ এএম

ঢাবিতে গাঁজা প্রস্তুত করার সময় নারীসহ ৪ বহিরাগত আটক

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে গাঁজা প্রস্তুতির সময় চারজন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ওই চারজনকে শাহবাগ থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

ঢাবি শিক্ষার্থী আব্দুল রউফ খন্দকার বলেন, “আমি আমার একজন জুনিয়রকে নিয়ে সিনেট ভবনের সামনে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ দেখি তিনজন ছেলে ও একজন মেয়ে গাঁজা প্রস্তুত করছে। আমরা তাদের কাছে গিয়ে পরিচয় জানতে চাই, তখন তারা জানায়— তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।”

তিনি আরও বলেন, “বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানালে তারা এসে চারজনকেই শাহবাগ থানায় নিয়ে যায়।”

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, “চারজনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন মেয়ে রয়েছে। তাদের কাছ থেকে সরাসরি গাঁজা উদ্ধার না হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— তারা গাঁজা সেবনের উদ্দেশ্যে সেখানে এসেছিল।”

তিনি আরও বলেন, “তাদের বাড়ি মোহাম্মদপুর এলাকায়। ইতোমধ্যে তাদের পরিবারকে জানানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা তদন্ত শেষে গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন