Logo
Logo
×

শিক্ষা

ঢাবিতে ডাকসু নির্বাচন কমিশন গঠনের দাবিতে শিবিরের আল্টিমেটাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০১:৩৮ এএম

ঢাবিতে ডাকসু নির্বাচন কমিশন গঠনের দাবিতে শিবিরের আল্টিমেটাম

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য দ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ দাবিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৭ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

শনিবার (২৪ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এই আল্টিমেটাম দেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে সাম্য হত্যাকাণ্ডের বিচার ও ডাকসু নির্বাচনের অগ্রগতি সম্পর্কে আশ্বাস দেওয়ার পর অনশনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন। ভিসি জানান, নির্বাচন কমিশনের একটি খসড়া প্রস্তুত রয়েছে এবং বিষয়টিতে প্রশাসন ইতিবাচক।

ফরহাদ আরও বলেন, আমরা মনে করি আগামী তিন কর্মদিবস, অর্থাৎ ২৭ মে পর্যন্ত সময় প্রশাসনের জন্য যথেষ্ট। এই সময়ের মধ্যে যদি সন্তোষজনক অগ্রগতি না হয় কিংবা কমিশন ও রোডম্যাপ ঘোষণা না আসে, তাহলে আগামী বুধবার থেকে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

এদিকে, শনিবার বিকেলে ডাকসু নির্বাচন দাবিতে চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

উপাচার্য আশ্বাস দেন, ঈদুল আজহার ছুটির আগেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে অনশনরত তিন শিক্ষার্থী অনশন কর্মসূচি প্রত্যাহার করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন