Logo
Logo
×

শিক্ষা

আবাসন ও বাজেট দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু জবি শিক্ষার্থীদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০১:০৩ পিএম

আবাসন ও বাজেট দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু জবি শিক্ষার্থীদের

আবাসন ও বাজেট দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু জবি শিক্ষার্থীদের

আবাসন সংকট ও বাজেট সংক্রান্ত তিন দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিয়েছে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

বুধবার (১৪ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও শান্ত চত্বর এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। দিনভর আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তারা ‘হল ভাতা আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘আবাসন দিতে যদি না পারো, ইন্টেরিম তুমি ক্ষমতা ছাড়ো’, ‘জগন্নাথরে হল দে’, ‘বাজেট চাই পূর্ণাঙ্গ’, ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ক্যাম্পাস ছাড়েন।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো:

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২. ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দিতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীরা জানান, বারবার দাবির পরও প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা না করায় এবার আন্দোলন জোরদার করতে বাধ্য হয়েছেন তারা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন