
প্রিন্ট: ২৩ জুন ২০২৫, ০৪:৫৬ এএম
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:৪৪ এএম

ছবি : সংগৃহীত
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রোববার (৪ মে) রাত ১০টার দিকে হলপাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাষ্কর্যের সামনে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘হাসনাত আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘রক্তের স্রোতে ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি। এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, “হাসনাত আব্দুল্লাহ কচুক্ষেত এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলেছেন, এজন্যই তিনি টার্গেট হয়েছেন। মিডিয়ার দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলার কারণেও তিনি বারবার হামলার শিকার হচ্ছেন।”
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রেদোয়ান আহমেদ রিফাত আরও বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ—এদের কোনো রাজনৈতিক বৈধতা নেই। এরা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। জুলাইয়ে দুই হাজার মানুষ হত্যার দায় এদের ওপর বর্তায়। এদের বিচার হওয়া উচিত, রাজনৈতিক স্বীকৃতি নয়।”
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, “আমরা জানতে চাই, কেন একজন ‘জুলাই যোদ্ধা’ হাসনাত হামলার শিকার হচ্ছেন? কেন শহীদের সন্তান ধর্ষণের শিকার? যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, তাদের নিরাপত্তা দিতে ইন্টেরিম সরকার ব্যর্থ কেন? ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে কোনো বিদেশি প্রেসক্রিপশন নয়—এ দেশের রাজনীতি চলবে জনগণের নির্দেশনায়।”
এই প্রতিবাদ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং সরকারবিরোধী অবস্থানের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।