
প্রিন্ট: ১২ আগস্ট ২০২৫, ০৫:৫২ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫, ০২:২৬ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন
চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন। রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা ও জিডি মুচলেকার মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হবে। তবে ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দিনের বিষয়ে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট।
ফ্যাসিবাদী আচরণে জড়িত প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের চিহ্নিত করতে একজন সিন্ডিকেট সদস্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।
এছাড়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপাচার্য। তিনি জানান, জিমির আর্থিক সহায়তা চেয়ে করা আবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।