Logo
Logo
×

শিক্ষা

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনে উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের একযোগে পদত্যাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৭ এএম

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনে উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের একযোগে পদত্যাগ

ছবি : সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে উপাচার্য, সব ডিন এবং বিভাগীয় প্রধানরা একসঙ্গে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তাঁরা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

ঘটনার সূত্রপাত হয় এক ছাত্রীর পারিবারিক ট্র্যাজেডি থেকে। ছাত্রীটির পিতার মৃত্যুর পর, একটি সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য তিনি উপাচার্যের কাছে আবেদন করেন। কিন্তু ওই সময় উপাচার্য একটি আন্তর্জাতিক প্রকৌশল সম্মেলনে অংশগ্রহণ করছিলেন, ফলে প্রথম দিনে দেখা করতে পারেননি। পরবর্তীতে ছাত্রীটি ব্যক্তিগত চিকিৎসকের দেওয়া মৃত্যুসনদ জমা দিলেও তা বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্দেহের চোখে দেখে। বিষয়টি দ্রুত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়, যার জেরে শিক্ষার্থীরা টানা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কেবল একজন বিভাগীয় প্রধানের পদত্যাগ দাবি করেছিল। তবে পরে, কিছু রাজনৈতিক মহলের প্রভাব ও উসকানিতে আন্দোলনের গতি বাড়ে এবং তা উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নেয়। শনিবার দিনভর মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউআইইউ ক্যাম্পাস ছিল উত্তপ্ত। পরিস্থিতি শান্ত রাখতে এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানাতে উপাচার্য, ডিন এবং বিভাগীয় প্রধানরা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়ার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আবু সায়াদাত জানান, ‘‘ছোট একটি ঘটনা থেকে আন্দোলনের সৃষ্টি হলেও, সেটি দ্রুত বড় আকার ধারণ করায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সব সিনিয়র কর্মকর্তারা ট্রাস্টি বোর্ডের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।’’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন