Logo
Logo
×

শিক্ষা

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫ এএম

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা, আইন, সমাজবিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোট ২৭টি বিভাগ।

ভর্তিচ্ছুরা ওয়েবসাইট (https://application.ru.ac.bd/) এ প্রবেশ করে এসএসসি ও এইচএসসির রোল নম্বর, বোর্ডের নাম ও পাশের সাল দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। ফলাফলে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এই ইউনিটে মোট ৯৬ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেন। গ্রুপ-১ এর মধ্যে ৪৮ হাজার ৮২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪১ হাজার ১১৭ জন, আর গ্রুপ-২ এ ৪৮ হাজার ৮০ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪১ হাজার ৩১৩ জন। পাশের হার গ্রুপ-১ এ ৪৩.০৬% (১৭,৭০৩ জন) এবং গ্রুপ-২ এ ৩৮.৩১% (১৫,৮২৬ জন)।

যেসব শিক্ষার্থী চারুকলা অনুষদের (চিত্রকলা, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন) এবং কলা অনুষদের সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে আগ্রহী, তাদের জন্য ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক। এ জন্য ২৬ থেকে ৩০ এপ্রিল অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে: https://admission.ru.ac.bd/

চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা (ড্রয়িং) ১১ মে ২০২৫ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১১, ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে। এই দুটি বিভাগের নির্দিষ্ট সময়সূচি ৫ মে প্রকাশিত হবে।

এছাড়া ইংরেজি বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ইংরেজি অংশে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১,৬৬৪ জনের লিখিত পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। এদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। ইংরেজি বিভাগে শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছুদের পরবর্তী করণীয়, ফরম পূরণ, সময়সূচি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন