Logo
Logo
×

শিক্ষা

অবশেষে বরখাস্ত হলেন কুয়েট উপাচার্য ড. মাছুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩১ এএম

অবশেষে বরখাস্ত হলেন কুয়েট উপাচার্য ড. মাছুদ

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার গভীর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে কুয়েট প্রশাসনের উচ্চপর্যায়ের পদে পরিবর্তন আনা হচ্ছে। শিগগিরই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখার লক্ষ্যে জ্যেষ্ঠ কোনো অধ্যাপককে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা ১৩ এপ্রিল প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ করে।

পরবর্তী সময়ে, ১৪ এপ্রিল রাতে ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে ২২ এপ্রিল থেকে ২৯ জন শিক্ষার্থী এক দফা দাবি—উপাচার্যের অপসারণ—নিয়ে আমরণ অনশন শুরু করেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলটিমেটাম দেন।

উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ তার বক্তব্যে জানিয়ে দিয়েছিলেন, সরকারি সিদ্ধান্ত ছাড়া তিনি পদ ছাড়বেন না। অবশেষে, সরকারের হস্তক্ষেপেই তার অপসারণের প্রক্রিয়া শুরু হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন