Logo
Logo
×

শিক্ষা

দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার: অধ্যাপক ডা. নাজমুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার: অধ্যাপক ডা. নাজমুল

ছবি : সংগৃহীত

দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তবে মানসম্পন্ন শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। শনিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. নাজমুল হোসেন জানান, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে ছয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত। এর মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ একটি। নবীন এসব প্রতিষ্ঠানে এখনও পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি।

তিনি বলেন, ২০১৮ সালে পূর্বপ্রস্তুতি ছাড়াই মেডিকেল কলেজগুলো স্থাপন করা হয়। পরে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এক সিদ্ধান্তে এসব কলেজে ১০৩০টি আসন বাড়ানো হয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। অনেক কলেজে অধিক সংখ্যক শিক্ষার্থী থাকায় শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

মহাপরিচালক বলেন, শিক্ষার মান বজায় রাখা ছাড়া কোনো মেডিকেল কলেজ চালানো উচিত নয়। যদি কোনো কলেজে এটি সম্ভব না হয়, তবে ভিন্ন পরিকল্পনা নিতে হবে। তবে এখন পর্যন্ত নীলফামারী মেডিকেল কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানের বন্ধের সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, নবীন ছয়টি কলেজের মতো পুরোনো আটটি মেডিকেল কলেজেও অবকাঠামোগত সমস্যার সমাধান প্রয়োজন। ১৯৯৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রতিষ্ঠিত কলেজগুলোর তুলনায় পুরোনো কলেজগুলোতে অবকাঠামো পুরোনো হয়ে গেছে। এ সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে নীলফামারী সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। এ সময় শিক্ষার্থীরা তাকে একটি স্মারকলিপি দেন। সভায় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, আমরা এমন চিকিৎসক তৈরি করতে চাই যারা মানসম্পন্ন চিকিৎসাসেবা দিতে পারবে। এজন্য সব মেডিকেল কলেজে মান বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন