Logo
Logo
×

শিক্ষা

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ : ডিএমপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ : ডিএমপি

ফাইল ছবি

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ২০২৫ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ নিশ্চিত করতে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

এই নিষেধাজ্ঞা ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আরোপ করা হয়েছে এবং তা পরীক্ষার শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে এবং মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন