Logo
Logo
×

শিক্ষা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ড্যাফোডিল ইউনিভার্সিটি

Icon

ড্যাফোডিল ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ড্যাফোডিল ইউনিভার্সিটি

ফাইল ছবি

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আজ ফিলিস্তিন  ইসরায়েল ইস্যুতে স্পষ্ট অবস্থান গ্রহণের উদ্দেশ্যে 'নো ওয়ার্ক, নো ক্লাস' কর্মসূচির আওতায় এক ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 


কোনো শিক্ষার্থী আজ ক্লাসে উপস্থিত হননি, বরং বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তার ফিলিস্তিনে ইসরায়েলের পরিচালিত গণহত্যার বিরুদ্ধে তাদের  প্রতিবাদের সুর তুলে ধরে। উপস্থিত সবাই বিভিন্ন রকম শ্লোগান উচ্চারণ করে ইসরায়েলের ধ্বংস কামনা করে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজেও এই সমাবেশে বক্তব্য  দিয়ে ফিলিস্তিনের পক্ষে তাদের সহায়তার ঘোষণা দেন  তিনি জানান, ফিলিস্তিন থেকে ১০০ শিক্ষার্থীকে ড্যাফোডিলে বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করা হবে এবং ফিলিস্তিন থেকে দু,জন শিক্ষক আনার ওপরিকল্পনা  রয়েছে। 


শিক্ষার্থীরা তাদের এই ক্ষুদ্র পদক্ষেপের  মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট বার্তা দিতে চায়, যে মানবতা ও ন্যায়ের প্রশ্নে তারা নীরব নয়।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থান নিয়ে গাজা বাসীর জন্য আন্তরিক দোয়ার মাধ্যমে আজকের 'গ্লোবাল স্ট্রাইক ফর গা*জা' কর্মসূচি সফল সমাপ্তি লাভ করে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন