Logo
Logo
×

শিক্ষা

৪০ দিনের ছুটি শেষে ৯ এপ্রিল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম

৪০ দিনের ছুটি শেষে ৯ এপ্রিল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটি মিলিয়ে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একটানা ৪০ দিনের ছুটিতে গেছে। এ দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার (৯ এপ্রিল) থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ২ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত ছিল। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য।

এর আগে ২৭ ফেব্রুয়ারি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ কর্মদিবস। এরপর থেকে টানা ৪০ দিনের ছুটিতে ছিল প্রতিষ্ঠানগুলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী জানান, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ দীর্ঘ ছুটি ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয়। আগামী ৯ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।

এই দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা আবার তাদের নিয়মিত পড়াশোনায় ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে যাতে ছুটির পরে শিক্ষাব্যবস্থা কার্যকরভাবে শুরু করা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন