রাবিতে ভর্তিচ্ছুদের পাশে HFSA: বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও খাবারের দোকান তদারকি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল সেবা কার্যক্রম চালু করেছে হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন–রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU)।
ভর্তি পরীক্ষায় আগতদের শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সংগঠনটির পক্ষ থেকে বিনামূল্যে ওটিসি (OTC) মেডিসিন, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি HFSA-RU বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খাবারের দোকানগুলোর পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় দোকান মালিক ও কর্মীদের খাবার ঢেকে রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং সহকারী প্রক্টর ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ মেডিকেল বুথ পরিদর্শন করেন। তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কর্মসূচির সহায়তায় তাৎক্ষণিকভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় জনস্বাস্থ্য রক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভর্তিচ্ছুদের জন্য এই সেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী পরীক্ষার দিনগুলোতেও আমাদের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাঙ্গীণ সহযোগিতা পেলে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
খাবারের দোকান তদারকি প্রসঙ্গে অপর আহ্বায়ক নুসরাত ইসলাম আয়শা বলেন, আমরা দোকান মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ন্যায্য মূল্যে খাবার বিক্রির বিষয়টি নিশ্চিত করতে তাদের উৎসাহিত করা হচ্ছে।



