Logo
Logo
×

শিক্ষা

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষা ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তিনটি ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

‎ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.ru.ac.bd) এবং বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেল থেকে জানা যাবে।

‎পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

‎ভর্তি পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইয়ারফোন, ব্লুটুথ ডিভাইসসহ কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন করতে পারবেন না। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই বৈধ প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

‎যান চলাচল সংক্রান্ত নির্দেশনা :

‎ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হবে।

‎নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা :

‎ ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য ক্যাম্পাসে হেল্প ডেস্ক, চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সিভিল ডিফেন্স সদস্যরা দায়িত্ব পালন করবেন।

‎ছবি ও বায়োমেট্রিক সংক্রান্ত নির্দেশনা :

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব পরীক্ষার্থী এখনো ছবি আপলোড করতে পারেননি, তারা পরীক্ষার শুরুর অন্তত দুই ঘণ্টা আগে নিজ নিজ আইটি সেন্টারে যোগাযোগ করে ছবি আপলোড করতে পারবেন। তবে এ কারণে কোনো অবস্থাতেই ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন