Logo
Logo
×

শিক্ষা

রাবিতে ছাত্রশিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

Icon

‎ ‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

রাবিতে ছাত্রশিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রশিবিরের উদ্দ্যোগে চার দিন‌ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। ‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়েছে। এ উৎসব চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। 

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকাশনা উৎসব উপলক্ষে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার ও বিভিন্ন ধরনের ইসলামি বই বিক্রি করা হচ্ছে। এছাড়াও শিবিরের নিজস্ব প্রকাশনাও রয়েছে।

‎উৎসব দেখতে আসা ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব ইসলাম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইসলামী চিন্তা ও চেতনার বই রয়েছে। স্টলে বিভিন্ন উক্তি সম্বলিত স্টিকার ও পরিচিতিমূলক সামগ্রী আছে, যা আমাদের ভালো লেগেছে। এতদিন শিবির সম্পর্কে আমাদের ভুল ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু এখানে এসে দেখছি তারা ভালো কাজ করছে।’

‎আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাফায়েত হোসেন বলেন, ‘ধর্মীয় বইয়ের পাশাপাশি এখানে সাহিত্য এবং জুলাই বিপ্লব সম্পর্কিত বইও রয়েছে। সব মিলিয়ে দেখার ও জানার ভালো সুযোগ পাচ্ছি, যা ভালো লাগছে।’

‎উৎসবের সার্বিক দিক নিয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক আহমেদ মুন্সী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমাদের প্রকাশনা কার্যক্রম সংগঠনের একটি মৌলিক সেক্টর। এই স্টলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রকাশনার সঙ্গে পরিচিত হতে পারছে এবং আমরা কী ধরনের বই ও প্রকাশনা চর্চা করি, তা জানতে পারছে।’

‎এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘এটাকে আমাদের নিয়মিত কর্মসূচি বলা যায়। যা আমরা আগের বছরও বুদ্ধিজীবী চত্বরে আয়োজন করেছিলাম। এটা ১৩-১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এখানে আমাদের নতুন প্রকাশনীর পাশাপাশি নিয়মিত প্রকাশিত লেখনী গুলো ও পাবেন। যার মধ্যে কিছু বিক্রয় যোগ্য‌ও আছে। আবার এখানে রিডিং কর্ণার আছে। যেখানে বসেও পড়তে পারবেন।’

‎তিনিও আরও বলেন, ‘যাদের ছাত্রশিবির নিয়ে অনেক বেশি কৌতুহল আছে আমরা আহ্বান করবো আপনারা এসে আমাদের এই আয়োজন উপভোগ করুন।’

‎প্রসঙ্গত, চার দিনব্যাপী এ প্রকাশনা উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন