রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন
রাবি প্রতিনিধি :
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সহকারী ক্রীড়া সম্পাদকের উদ্যোগে ক্যাম্পাসের ক্রীড়া সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে স্টেডিয়ামে প্রথমে একটি পানির ফিল্টার স্থাপন করা হয়। পরবর্তীতে ছেলেদের জিমনেসিয়াম ও মেয়েদের জিমনেসিয়ামেও সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়।
এ বিষয়ে রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সায়েদ মোহাম্মদ নুন বলেন, 'আমরা মূলত ক্রীড়া অঙ্গনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার চেষ্টা করেছি। কারণ এসব স্থানে সার্বক্ষণিক শিক্ষার্থীদের আনাগোনা থাকে। স্টেডিয়াম, ছেলেদের ও মেয়েদের জিমনেসিয়ামে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। যদিও খোদ রাকসু ভবনে এখনো পানির ফিল্টার স্থাপন করা সম্ভব হয়নি, তবুও শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এসব পয়েন্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।'
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, 'আমরা এর আগেই আবাসিক হলগুলোতে পানির ফিল্টার স্থাপন করেছি। বর্তমানে মসজিদ, মন্দির, স্টেডিয়ামসহ ছেলে ও মেয়েদের জিমনেসিয়ামেও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগিরই ক্যাম্পাসের আরও কিছু পাবলিক প্লেসে সুপেয় পানির ব্যবস্থা করা হবে।'



