২১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন, সকাল থেকে ভোটগ্রহণ চলছে
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হলের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আলাদা উচ্ছ্বাস ও উত্তেজনা। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে সর্বশেষ ১৯৮৭ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ জন। জকসুর ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদের ১৩টি পদে লড়ছেন ৩৩ জন প্রার্থী। হলের শিক্ষার্থীরা হল সংসদের জন্য ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিচ্ছেন।
ভোটগ্রহণ শেষে ছয়টি গণনা মেশিনে ব্যালট গণনা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে। একই সঙ্গে ভোট গণনার পুরো প্রক্রিয়া এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে।
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি-সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড। এ ছাড়া নির্বাচনে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



