বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট বিশেষ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আজকের জকসু নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি করা হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এর আগে, সকালে নির্বাচন শুরুর আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করে নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। যদিও শেষ পর্যন্ত আজ আর নির্বাচন হচ্ছে না।



