হাদির মৃত্যুতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
শরীফ ওসমান হাদীর মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
শোকবার্তায় জানানো হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। তারা মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আরও বলা হয়, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়া ফোরামের নেতৃবৃন্দ মরহুম হাদির পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যেন শহীদ হাদির মতো আর কোনো ঘটনা দেশে না ঘটে এবং কোনো শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।



