রাবিতে ৯ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ
রাবি প্রতিনিধি :
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
ছবি : যুগেরচিন্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'অসীম টেকসই উন্নয়ন লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে নবম হাল্ট প্রাইজ (Hult Prize) প্রতিযোগিতা। ১লা জানুয়ারি থেকে ২০ জানুয়ারি এই প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন চলবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবারের ন্যায় এবারো এই প্রতিযোগিতায় থাকবে ৪টি ধাপ। অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল সামিট, গ্লোবাল অ্যাকসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল।
অন ক্যাম্পাস প্রোগ্রাম ধাপে বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একক অথবা ৩-৫ জনের টিম হিসেবে রেজিষ্ট্রেশন করতে পারতে পারবেন। একক রেজিষ্ট্রেশনকারীদের আয়োজক কমিটি টিম গঠন করে দিবে। অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে টীম ফরমেশন, এবস্ট্রাকট সাবমিশন, এলোভেটর পীচ, ফাইনাল প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
অন ক্যাম্পাস রাউন্ডের এই প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দলগুলো তাদের প্রকল্পের সারসংক্ষেপ জমা দেবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলো ভিডিও উপস্থাপন করবে। চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে গ্রান্ড ফাইনালে ৮ টি দলের মধ্যে সরাসরি উপস্থাপনার মাধ্যমে সেরা ৩ টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হবে। পরবর্তীতে এই ৩টি দল রিজিওনাল সামিটে অংশগ্রহণ করবে।
এছাড়াও অন ক্যাম্পাস কার্যক্রমের অংশ হিসেবে ‘প্রজেক্ট পদচিহ্ন’র মাধ্যমে সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন আয়োজকরা। এই কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি, চর খিদিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রম এবং নারী ক্ষমতায়ন বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণ থাকবে।
আয়োজক কমিটির ক্যাম্পাস ডিরেক্টর নাজিফা তাবাসসুম ধমনী বলেন, "হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ ও সামাজিক সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।"
তিনি আরও বলেন, "এই আয়োজনের ফলে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ব্র্যান্ডিং শক্তিশালী হবে, শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এবং স্থানীয় সামাজিক সমস্যা সমাধানে তাদের ধারণা বাস্তবায়িত হওয়ার পথ তৈরি হবে।"
হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অন ক্যাম্পাস প্রোগ্রামে VRC study Abroad এবং খান তেহেরী ঘর সহযোগী হিসেবে থাকবে।



