Logo
Logo
×

শিক্ষা

ছয় দিনের অচলাবস্থা শেষে আজ থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

ছয় দিনের অচলাবস্থা শেষে আজ থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শুরু

টানা ছয় দিনের অচলাবস্থার পর অবশেষে আজ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের আন্দোলন, বদলি আদেশ এবং ‘শাটডাউন’ কর্মসূচি চলমান থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা স্বাভাবিকভাবে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

গত বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যৌথভাবে জানায়, শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে তালাবদ্ধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংগঠনের নেতাদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা চলাকালীন কোনো বিদ্যালয়ে শাটডাউন কার্যকর হবে না।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মাহবুবর রহমান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবেই এ সিদ্ধান্ত। দুই দিন দেরিতে পরীক্ষা শুরু হলেও শিক্ষাজীবনে বড় ধরনের প্রভাব পড়বে না। তিনি জানান, আন্দোলন চললেও পরীক্ষা সম্পূর্ণভাবে কর্মসূচির বাইরে রাখা হচ্ছে।

অন্যদিকে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর সরকারের কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ৪২ জন শিক্ষককে অন্য জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলির তালিকায় আন্দোলনের পাঁচ শীর্ষ নেতার নামও রয়েছে, ফলে কেউই নিজ জেলায় থাকতে পারছেন না।

সংগঠন নেতারা জানিয়েছেন, ১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, তবে পরীক্ষার সময়ে কোনো কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের ক্ষতি করা হবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৯টি এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজারের বেশি। প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড পেলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন, যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত নভেম্বরেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষক আহত হওয়ার পর আশ্বাসের ভিত্তিতে কর্মস্থলে ফিরলেও দাবি বাস্তবায়নের অগ্রগতি না থাকায় আন্দোলন ফের জোরদার হয়।

প্রসঙ্গত, প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে তা পিছিয়ে আজ শুরু হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন