Logo
Logo
×

শিক্ষা

পটুয়াখালীতে স্কুলের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

পটুয়াখালীতে স্কুলের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ। সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ তিন দফা দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা লাগানো হলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে হাতুড়ি ও ইলেকট্রিক মেশিন দিয়ে তালা ভেঙে ফেলেন। 

বিদ্যালয়টিতে ৭০২ শিক্ষার্থীর পরীক্ষা ছিল কিন্তু সহকারী শিক্ষকরা দায়িত্বে যেতে অস্বীকৃতি জানান। একই ঘটনা ঘটে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানে সহকারী শিক্ষকরা পরীক্ষা না নেওয়ায় একজন জ্যেষ্ঠ শিক্ষক একাই পুরো পরীক্ষা পরিচালনা করেন। 

উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৬ জন সহকারী শিক্ষক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে অফিসকক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। তবুও ইউএনওর চাপ, প্রধান শিক্ষক ও কর্মচারীদের ওপর প্রভাব এবং অভিভাবকদের উদ্বেগ কাজে লাগিয়ে অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়। 

এ বিষয়ে কলাপাড়ার ইউএনও কাউসার হামিদ বলেন, পরীক্ষা তো বন্ধ রাখা যাবে না। সরকার শিক্ষকদের দাবির ব্যাপারে আন্তরিক। স্কুলটি আমার উপজেলা পরিষদের সামনে তাই তালা ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন