Logo
Logo
×

শিক্ষা

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ৩ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ৩ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

ছবি : সংগৃহীত

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সিন্ডিকেট।

এর মধ্যে তিনজন শিক্ষককে বরখাস্ত, তিন শিক্ষার্থীর স্থায়ী ছাত্রত্ব বাতিল এবং আরও দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের তথ্য বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি আগামী ১০ বছর এই শিক্ষক পরীক্ষা সংক্রান্ত কোনো কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।

এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনীক কৃষ্ণকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত শাস্তি দিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার তথ্য দেওয়া হল।

এছাড়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে সিন্ডিকেট।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “ওনাদের বিষয়ে আবার একটি কমিটি তদন্ত করবে। ওই কমিটির প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে ১৩ অগাস্ট যৌন হয়রানির অভিযোগ তুলে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান বিভাগের শিক্ষার্থীরা। ১৭ অগাস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে তিনজনের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল এবং আরও দুইজন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়ার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সে দিন থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যাচাইয়ে আগে থেকেই তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি সচেতনভাবে। কারণ তাদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন