রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও রাকসুর
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদকে অপসারণণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সেখানে অবস্থান নেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১২টা পর্যন্ত) কর্মসূচি চলছিল।
অবস্থান চলাকালে নেতারা ‘দফা এক দাবি এক, রেজিস্ট্রারের পদত্যাগ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রেজিস্ট্রার অফিসে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের সঙ্গে রেজিস্ট্রারের ‘অপ্রত্যাশিত আচরণ’ এবং অফিসের নিত্যদিনের ধীরগতির ব্যাপারে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। যে কাজ কয়েক দিনে শেষ হওয়ার কথা, তা মাসের পর মাস পড়ে থাকে। তাঁকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত। কিন্তু বহু অভিযোগ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজিস্ট্রারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, রেজিস্ট্রার দপ্তর এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর দুই জায়গাতেই কাজের গতি অত্যন্ত ধীর। আধঘন্টার কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা লাগে। লাঞ্চ টাইম দুইটা হলেও প্রায়ই তারা তিনটার দিকে আসেন। তিনি ক্লাস ও অফিসের কাজ কোনোটাই ঠিকমতো সামলাতে পারছেন না। তাই আমরা তাঁর অপসারণ চাই।
কর্মসূচিতে অর্ধশতাধিক রাকসু ও হল সংসদের প্রতিনিধি অংশ নেন।



