নির্ধারিত সময়েই বার্ষিক–নির্বাচনী পরীক্ষা নিতে মাউশির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
দেশজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষাগুলো যেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হয়—এমন নির্দেশ পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের ঘোষণায় স্কুলগুলো যখন টানটান অবস্থায়, ঠিক তখনই এই আনুষ্ঠানিক নির্দেশনা এল শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে।
সোমবার (১ ডিসেম্বর) সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে— শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বার্ষিক পরীক্ষা চলবে ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। পূর্বঘোষণা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫।
এগুলোর সুষ্ঠু আয়োজনের জন্য আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সব প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে—পরীক্ষা পরিচালনায় দায়িত্বে থাকা শিক্ষক বা কর্মকর্তার কোনো শৈথিল্য বা অনিয়ম ধরা পড়লে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিটি সব জেলা প্রশাসক, ইউএনও এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
এই নির্দেশ এমন এক সময় এলো, যখন ৪ দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মাঝেও সরকারের এই বার্তা শিক্ষা প্রশাসনের অঙ্গনে নতুন চাপ তৈরি করেছে।



