Logo
Logo
×

শিক্ষা

দাবি পূরণ না হলে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

দাবি পূরণ না হলে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

ছবি : সংগৃহীত

দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণাঙ্গ শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে তারা এ ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, অনেক নিচের গ্রেডের পদ নবম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষক পদটি এখনো দশম গ্রেডে রয়ে গেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন এবং এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন না।

এদিন সকাল থেকেই শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে একইদিন থেকে তিন দফা দাবিতে সারা দেশে লাগাতার কর্মবিরতিতে গেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন। তাদের দাবি পূরণ না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

এতে প্রাথমিক শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি বলেন, “সরকার নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে লাগাতার কর্মবিরতিতে যেতে হলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আশা করি সরকার দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন