Logo
Logo
×

শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় রাবি

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় রাবি

ছবি : সংগৃহীত

‎যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ২০২৬ সালের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০১-৩৫০তম স্থান লাভ করে নতুন মাইলফলক স্থাপন করেছে দেশের এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।

‎এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এ বছর বাংলাদেশের মোট ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। 

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর)  সকালে টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংটি প্রকাশ করে। বিশ্বের ৯৪টি দেশের মোট ৯১১টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‌্যাঙ্কিংটি তৈরি করা হয়েছে।

‎টিএইচই বিশ্ববিদ্যালয়গুলোর অবদান তিনটি দিক থেকে মূল্যায়ন করে— ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা ও প্রচার) এবং আউটপুট (প্রকাশনা, গবেষণার মান ও খ্যাতি)। এ তিন কাঠামোর মধ্যে মোট ১১টি কর্মক্ষমতার সূচক অনুসরণ করে চূড়ান্ত র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

‎এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে যুক্তরাষ্ট্রের ২৭টি এবং ভারতের ১৩টি বিশ্ববিদ্যালয়ের।

‎র‌্যাঙ্কিংয়ের এ সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এ অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন