Logo
Logo
×

শিক্ষা

রাবিতে খাবার দোকানে অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

রাবিতে খাবার দোকানে অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন হোটেল ও খাবার দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে নানা অনিয়ম ও নিরাপদ পরিবেশে খাবার তৈরি না করাসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় পাচঁটি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ 

‎সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

‎কৃষি অনুষদের সামনের দোকানগুলো থেকে অভিযান শুরু হয়ে পরবর্তীতে সিলসিলা, চারু আড্ডা ও পরিবহন মার্কেটসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানের দোকানগুলো পরিদর্শন করা হয়। অপরিচ্ছন্ন, স্বাস্থ্যবিধি মেনে না চলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন কারণে সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়৷ 

‎ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফজলে এলাহি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে এ বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের দোকানগুলো পরিদর্শন করেছি এবং যেখানে সমস্যা দেখেছি তাদেরকে জরিমানা করেছি।

‎তিনি আর‌ও বলেন, আমরা তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এখন আমরা নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনা করব। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ভ্যানের সাহায্যে খাওয়ারে গুণগত মান এবং পরিচ্ছন্নতার বিষয়ে পরীক্ষা চালানো হয়েছে।

‎এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মচারী-কর্মকর্তা, রাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিওয়াইবি রাবি শাখা, প্রক্টরিয়াল বডিসহ অনেকে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন