Logo
Logo
×

শিক্ষা

‎৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

‎৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

ছবি : ‎৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

‎৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

‎শনিবার (২২ নভেম্বর) বিকাল পৌনে চারটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা।

‎এসময় তারা 'বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচার ঠাই নাই', '৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে',

‎'সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস', 'সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই সহ ইত্যাদি স্লোগান দেয়।

‎ইসলামি ছাত্র আন্দোলনের রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, ৪৭ তম বিসিএস' এ আমাদের লিখিত পরীক্ষার জন্য দুইমাস সময় দিয়েছে৷ যা এগার'শ মার্কের লিখিত পরীক্ষার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়৷ এইজন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি৷ 

‎তিনি আরও জানান, আমরা দাবি জানিয়ে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে৷ লিখিত পরীক্ষার দুইমাস আগে রুটিন প্রকাশ করার কথা থাকলেও পিএসসি আমাদের সময় একমাস আগেই সেটা করেছে৷ অর্থাৎ পিএসসি নিজেই নিজের রোডম্যাপ লঙ্ঘন করেছে৷ পিএসসি ৪৬ বিসিএস কে সময় দেওয়ার জন্য আমাদেরটা পরপর তিনবার পিছিয়েছে৷

‎এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী  আনিকা তাবাসসুম বলেন, আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ সেপ্টেম্বর, কিন্তু লিখিত পরীক্ষার জন্য মাত্র দুমাস সময় দেওয়া হয়েছে যা একদম অযৌক্তিক। এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে৷ তাহলে কেন আমাদের যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না?

‎আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের এই আন্দোলন চলে দীর্ঘদিন ধরে। ইতোমধ্যে আপনারা দেখছেন যে, যত ইনফ্লুয়েন্স বা দল আছে সবাই সমর্থন দিছে অথচ পিএসসির টনক নড়েনি। আমরা কোনো অযৌক্তিক আন্দোলন করছি না। আমাদের এটা যৌক্তিক আন্দোলন। কারণ আপনি দেখবেন যে, বিসিএস মতো যে লিখিত  সিলেবাস আল্টিমেটলি দেড়মাসে দিনরাত পড়লে কখনো সম্ভব  না। আমাদের এই যৌক্তিক আন্দোলনে উদ্দেশ্য গোটা বাংলাদেশের সকল মানুষ এমনকি যারা ক্যাডার হয়ে গেছে এরা পর্যন্ত সাপোর্ট দিছে কিন্তু পিএসসি কেন টনক নড়ছে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন