Logo
Logo
×

শিক্ষা

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি এড়াতে অ্যান্টিবায়োটিকের সচেতনতা কর্মসূচি

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি এড়াতে অ্যান্টিবায়োটিকের সচেতনতা কর্মসূচি

ছবি : সংগৃহীত

‎অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকিসহ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। বুধবার আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবাইলোজি স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টারের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।

‎আয়োজকরা বলছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। 

‎রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যন্টিবায়োটিক গ্রহণ এবং যত্রতত্র দোকানে এই ঔষধের সহজলভ্যতা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে বহুগুণ। অ্যামোক্সিসিলিন, সেফিক্সিম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন ও মেট্রোনিডাজলের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের কার্যকরিতা কমে গেছে। সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।

‎বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স এখন বিশ্বের শীর্ষ ১০টি স্বাস্থ্য ঝুঁকির অন্যতম। প্রতি বছর বিশ্বে এ কারণেই প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়। 

‎মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ড. ইমতিয়াজ হাসান বলেন, অবিলম্বে দেশে অ্যন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে হবে। সরকারি তদারকির মাধ্যমে যত্রতত্র এসব ঔষধ বিক্রি বন্ধ করতে হবে। জনসচেতনতায় গ্রাম-গঞ্জে সচেতনতা ক্যাম্প করতে হবে। তা না হলে ভবিষ্যত প্রজন্মের ঝুঁকি তীব্র হবে। 

‎কর্মসূচির প্রথমদিন সচেতনতা র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন