ছাত্রশিবিরের প্রথম শহীদের ঘটনা ঘটে রাবি নবীন বরণ কেন্দ্র করে: রাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান থেকে ফেরার পথেই শহীদ হয় ইসলামী ছাত্রশিবিরের প্রথম শহীদরা।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টাই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের তত্ত্বাবধায়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
উদ্ভাবনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তিনি বলেন, নবীনরাই আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় নবীনদের ফুলের মতো চর্চা করে। আমরা একটু পূর্বে ফিরে গেলে দেখতে পায় ১৯৮২ সালে নবীন বরণ অনুষ্ঠান শেষ করে ফেরার পথে আমাদের ভাইদের পিটিয়ে শহীদ করা হয়। অর্থাৎ নবীনদের পরিচর্চা অন্যদের মাথা ব্যাথার কারণ ছিল। এবং ফলপ্রসূ আমাদের ৪ জন ভাই শহীদ হন। যারা শহীদ হন তারা হলেন শহীদ সাব্বির, শহীদ হামিম, শহীদ আইয়ম ও শহীদ জব্বার।
এবং এরাই ইসলামী ছাত্রশিবিরের প্রথম শহীদ। যারা রাবির নবীন বরণ অনুষ্ঠান কেন্দ্র করেই সন্ত্রাসীদের দ্বারা শহীদ হয়েছিল। ১৯৮২ সালের ১১ মার্চের সেই ঘটনার জন্যই আমরা সেখান থেকেই ১১ মার্চ শহীদ দিবস হিসেবে পালন করে আসছি।
ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার মাত্র ৫ বছরের মাথায় প্রথম ৪ জন শহীদ হন। রাবির নবীন শিক্ষার্থীদের বরণ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ায়, অনুষ্ঠান থেকে ফেরার পথেই শহীদ হয় আমার সেই ভাইরা।
উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য মাইন উদ্দিন, ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম, চাকসু সহ-সভাপতি ইব্রাহিম রনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।



