Logo
Logo
×

শিক্ষা

‎রেজিস্ট্রারের অশোভন আচরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাকসুর ‎

Icon

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

‎রেজিস্ট্রারের অশোভন আচরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাকসুর ‎

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে অপসারণের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (রাকসু) প্রতিনিধিরা।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, ‘চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন এবং ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করেন। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রার দপ্তর থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে একই দিনে চিঠি ইস্যু হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায়, রবিবার দুপুর পর্যন্ত রেজিস্ট্রার দপ্তর সেই চিঠি ইস্যু করেনি। এতে বিভাগটির ক্লাস ও পরীক্ষা বন্ধ থেকে শিক্ষার্থীরা আরও একদিন একাডেমিক ক্ষতির মুখে পড়ে।’

‎তিনি আরও বলেন, ‘বিষয়টি জানতে রাকসুর সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রার দপ্তরে উপস্থিত হলে, দপ্তরের এক কর্মকর্তা জানান যে রেজিস্ট্রার মহোদয় তখন রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত আছেন এবং পরে আসতে বলেছেন। প্রশাসনিক দায়িত্বের সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যেমন নীতিগতভাবে অনুচিত, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের সুশাসনের পরিপন্থী।’

‎রেজিস্ট্রারের অপসারণ চেয়ে ভিপি বলেন,‘ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ-এর এই অশোভন আচরণের তদন্ত করে তাঁকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে।’

‎উল্লেখ্য, গতকাল দুপুরে রাবি রেজিস্ট্রারের সাথে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার দেখা করতে গেলে তাকে জানানো হয় ভেতরে বিএনপির সভা হচ্ছে। পরে সালাহউদ্দিন আম্মার ভিতরে প্রবেশ করলে রেজিস্ট্রার ও আম্মারের মাঝে কথা কাটাকাটি হয়। ওইদিন রাতে এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন