Logo
Logo
×

শিক্ষা

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের আইসক্রিম দিল ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের আইসক্রিম দিল ছাত্রদল

শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়াল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়াল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম বিতরণ করা হয়।

গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান । বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা ছিল তার। সেই ইচ্ছা পূরণে শাহরিয়ার এই উদ্যোগ নেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন,আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে আর সেই সুযোগ পায়নি। হাসিবের সেই অপূর্ণ ইচ্ছে পূরণের দায়িত্ব সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি নিয়েছি।

আমি তার পক্ষ থেকে এক হাজার নয়, বরং ৫০০ বেশি মোট ১৫০০ জনকে আইসক্রিম দিয়েছি। হাসিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, হাসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তার ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।’

জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফীন বলেন, ‘হাসিবের মতো একজন মেধাবী ও সাহসী ছাত্রনেতাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরিয়ার যে ১৫০০ জনকে আইসক্রিম দিয়েছে, এটি হাসিবের প্রতি তার এবং পুরো ছাত্রদল পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ। হাসিবুর রহমান চিরদিন আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘হাসিবুর রহমান হাসিব ছিল ছাত্রদল পরিবারের একজন নিবেদিতপ্রাণ। তার হঠাৎ মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় দিবসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আইসক্রিম খাওয়ানোর তার যে মহৎ ইচ্ছা ছিল, তা পূরণের জন্য শাহরিয়ার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে ছাত্রদল সবসময় হাসিবের স্মৃতিকে সমুন্নত রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন