Logo
Logo
×

শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটির নয়া প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটির নয়া প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ

ছবি-সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

আরশাদ মাহমুদ চৌধুরী ২০১৯ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটির বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ২০২২ সাল থেকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এর আগে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, আরশাদ মাহমুদ যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া একই দেশের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন