Logo
Logo
×

শিক্ষা

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন ৬ শিক্ষক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন ৬ শিক্ষক

২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশন চলাকালে ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজীসহ ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ সময় অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজী হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, তা বাংলাদেশ আগে কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

১২ অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে চলে যান। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনায় শিক্ষকরা সরে যান। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে।

এরপর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ এবং শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন