Logo
Logo
×

শিক্ষা

চায় সরকার চায় ৫% বাড়াতে , শিক্ষকদের প্রত্যাখ্যান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

চায় সরকার চায় ৫% বাড়াতে , শিক্ষকদের প্রত্যাখ্যান

আগামী ১ নভেম্বর থেকে শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর বেশি আধা শতাংশও বাড়ানো যাবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে এই তথ্য জানান তিনি।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে শ্রেণি কক্ষে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী।

বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষকদের উত্থাপিত তিন দফা দাবির বিষয় নিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব রেহানা পারভীন বৈঠক শেষে অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটা সময়ে আছি, বাজেট বরাদ্দ উপলক্ষে প্রক্রিয়া শেষ। এখন বাড়তি যেটা চাওয়া হচ্ছে সেটা কতটুকু সংস্থান করতে পারি তার ওপর নির্ভর করছে। কাজেই আমরা সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। যখন রাস্তায় আন্দোলনের প্রেক্ষিতে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। পরবর্তীকালে অর্থ মন্ত্রাণালয় থেকে আমাদের জানানো হলো যে, তারা পহেলা নভেম্বর থেকে ৫ শতাংশ হারে তারা দিতে পারবেন এবং ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে, দুই হাজার টাকা থাকবে। এইটা তাদের (শিক্ষকদের) অফার করলাম, এই দাবিটা যদি দৃঢ়তার সঙ্গে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করতেন এবং যে হিসাব-নিকাশ করা হয়েছিল সেটা যদি আমাদের দিতেন, তাহলে আমরা সময় পেতাম। তখন অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদের (শিক্ষকদের) দিতে পারতাম। এখন যা পাচ্ছি তার চেয়ে বেশি পেতাম। যৌক্তিকতা (শিক্ষকদের দাবি) তো অনস্বীকার্য। এখন যেখানে টাকা নেই সেখানে এর বেশি দেওয়া সম্ভব নয়, হচ্ছে না। আমরা আরেকটি কথা বলেছি (শিক্ষকদের) সামনে বছর বাজেটে আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায়, তাহলে সেটার জন্যও আমরা সুপারিশ করবো।’

তিনি বলেন, ‘অর্থবিভাগকে বলবো আপনারা এখন পারছেন না ঠিক আছে, সামনের বছরের জন্য আপনারা কমিটমেন্ট দেন, যাতে এই দাবির যে যৌক্তিকতা সেটাকে স্বীকার করে নেওয়া হবে এবং তারাও ধৈর্য্য ধরবেন। কিন্তু তারা সেই প্রস্তাবে রাজি না। তারা বোধহয় বলেছেন ১০ শতাংশ এখন দিতে হবে, আবার সামনের বছর ১০ শতাংশ দিতে হবে। অবশ্যই সেটা আমাদের এখতিয়ারের বাইরে। আমরা সেটা রাজি হয়নি। এই হচ্ছে আমার দিক থেকে ব্ক্তব্য। আমরা তাদের (শিক্ষকদের) বার বার বলেছি এই দাবির যে সারাংশ সেটাতে আমাদের কোনও আপত্তি নেই। এই বাস্তবতায় আপনারা সেটা গ্রহণ করেন। জনদুর্ভোগ হচ্ছে, সামনে পরীক্ষা, আপনারা যদি এই কর্মসূচি করতে থাকেন সেটা সঠিক হবে না।’

উপদেষ্টার বিষয় ব্যাখ্যা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেন, ‘সরকারের সামর্থের সীমা অনুসারে যেটা বলা হচ্ছে, ১ নভেম্বর থেকে ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া যাবে, মিনিমাম দুই হাজার। আমরা দেখেছি সেফটি ক্লজ মিনিমাম দুই হাজার সেটি যদি হয়, তাহলে ৫৫ শতাংশ শিক্ষক কর্মচারি ১০ শতাংশ হারে বেশি বেতন পাবেন নভেম্বর থেকে সেফটি ক্লজের কারণে। এবং ৯০ শতাংশ প্রায় ৯ শতাংশ মূল বেতনের অংশ পাবেন। প্র্যাকটিকালি ১০ শতাংশের কাছাকাছি। একটি উল্লেখযোগ্য সংখ্যক ৯০ শতাংশ শিক্ষক প্রায় ১০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। এই প্রোপোজাল যদি আমরা ডিনাই করি তাহলে ১০ শতাংশের জন্য ব্যাসিকলি ৯০ শতাংশ শিক্ষকের যে প্রাপ্যতা সেই সুযোগটাকে সম্মান করছি না। এইটা সরকারের অবস্থান।’

উপদেষ্টা বলেন, ‘বাজেটের যে অবস্থা পাঁচ শতাংশের বেশি আধা শতাংশও এখন বাড়ানো যাবে না। এখন অর্থনীতি খুব যে ঘুরে দাঁড়াবে সেটা যদি আমরা বলতাম তাহলে ৩০ শতাংশ বলতেও আমাদের আপত্তি থাকতো না। কিন্তু আমরা এমন কিছু কমিট করে যেতে চাই না যে, পরবর্তী সরকারের জন্য ঝামেলা হয়।

শিক্ষকরা যদি এখন ৫ শতাংশ মেনে নিয়ে আগামী জুলাই থেকে আরও ১৫ শতাংশ করতে হবে তাহলে আপনারা মেনে নেবেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘না, আমরা সেটা করতে পারবো, আলাপ হতে পারে। ৫ থেকে ১০ হতে পারে। কিন্তু অবাস্তব আশ্বাস দিয়ে পরবর্তী সময়ে সেটা রক্ষা করতে পারবো না। সেভাবে আমরা চিহ্নিত হতে চাচ্ছি না। শিক্ষকরা ফিরে আসলে আমরা এটি করবো।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন