Logo
Logo
×

শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ

জিপিএ-৫ পেয়েছে ৬৯০৯৭ জন, ছাত্রীদের সংখ্যা বেশি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম

জিপিএ-৫ পেয়েছে ৬৯০৯৭ জন, ছাত্রীদের সংখ্যা বেশি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ অর্জন করেছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, অর্থাৎ এবারের তুলনায় সংখ্যা প্রায় অর্ধেক কমেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ৯টি সাধারণ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৮৮৩ জন কম। এসব পরীক্ষার্থী দেশের ৪ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদরাসার এসব শিক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষা দেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে পরীক্ষা দেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ, আগের বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন