তিন দফা দাবিতে আজ দুপুরে শাহবাগ ব্লকেডের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম
তিন দফা দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ১ মিনিট থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার রাত ৮টায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।
গতকাল বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মার্চ টু সচিবালয় শুরু করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তবে হাইকোর্টের মাজার গেটের কাছে পুলিশ তাদের আটকে দেয়। এরপর তারা সেখানেই অবস্থান নেন এবং রাত পর্যন্ত সড়কেই অবস্থান করেন। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আজ দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না জারি করা হলে দুপুর ১২টা ১ মিনিটে শাহবাগ অবরোধ করা হবে বলে সতর্ক করেছেন তারা।
শিক্ষকদের দাবিগুলো হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
এর আগে গত ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনরত শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, যা উত্তেজনা ছড়ায়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহিদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
এদিকে, শিক্ষকদের যৌক্তিক দাবিতে সমর্থন জানিয়েছে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো শুধু যৌক্তিকই নয়, মানবিকও বটে। সরকারকে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে।
বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। তাদের ওপর হামলা ও গ্রেপ্তার গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থি। এ ধরনের আচরণ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।



