Logo
Logo
×

শিক্ষা

৯৯৯-এ ফোন করে মধ্যরাতে উদ্ধার হলেন হাওরে আটকে পড়া ৮০ শিক্ষার্থী

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম

৯৯৯-এ ফোন করে মধ্যরাতে উদ্ধার হলেন হাওরে আটকে পড়া ৮০ শিক্ষার্থী

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের ৮০ জন ডিগ্রি পরীক্ষার্থী কুলিয়ারচর কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে নৌকায় বাড়ি ফেরার পথে অন্ধকারে পথ হারিয়ে ফেলেন। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযানে মধ্যরাতে তাদের উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাতে অষ্টগ্রাম ও কুলিয়ারচরের মাঝামাঝি একটি চর থেকে তাদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের ৮০ জন শিক্ষার্থী কুলিয়ারচর কেন্দ্র থেকে একটি বড় নৌকায় করে সন্ধ্যায় অষ্টগ্রামের উদ্দেশে রওনা দেন। কিন্তু হাওরের গভীরে পৌঁছে অন্ধকারে নৌকাটি পথ হারিয়ে ফেলে। এসময় আশপাশে টর্চলাইট জ্বালাতে দেখে ডাকাত হামলা করতে পারে বলেও আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা।

এ সময় ভয়ে তারা চিৎকার শুরু করলেও কোনো সহযোগিতা পাচ্ছিলেন না। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাদের উদ্ধারে পুলিশের কাছে সাহায্য চান। পরে খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পিডবোট নিয়ে হাওরে অনুসন্ধান শুরু করেন। প্রায় ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে অষ্টগ্রাম ও কুলিয়ারচরের মাঝামাঝি একটি চর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পাঠায়। এদিকে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

আটকে পড়া শিক্ষার্থীরা জানান, প্রতিবারই আমাদের এই ভোগান্তি পোহাতে হয়। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এলাকার ডিগ্রি পরীক্ষার কেন্দ্র যদি অষ্টগ্রামে স্থায়ীভাবে না করা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটতে পারে। আমরা চায়। হাওর এলাকার তিন উপজেলার ডিগ্রি পরীক্ষার কেন্দ্র স্থানীয়ভাবে অষ্টগ্রামেই স্থায়ীভাবে নির্ধারণ করা হোক। যাতে ঝুঁকিপূর্ণ নদীপথ পাড়ি দিতে না হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর অভিযান চালিয়ে অবশেষে হাওরের একটি চরে নৌকা আটকা অবস্থায় শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যায়। তারা সবাই নিরাপদে আছে। উদ্ধারকারী দল পরে শিক্ষার্থীদের নিয়ে অষ্টগ্রামে ফিরে আসে। রাতেই সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন