ছবি-সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেছেন, গতকালের ঘটনায় আমাদের নির্বাচনী কোন কার্যক্রম ব্যাহত হয়েছে বলে আমরা মনে করছিনা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে। আমাদের নির্বাচনী সকল কার্যক্রম চলমান।
রবিবার দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তিনি বলেন,শিক্ষক-কর্মকর্তারা যেহেতু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক-কর্মকর্তা প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়েছে।
তারা বলেছেন যে গতকালের ঘটনার ভিত্তিতেই তারা আজকের কর্মসূচি দিয়েছেন এবং সকল জরুরী সেবা তাদের এই আন্দোলনের আওতামুক্ত। তারই প্রেক্ষিতে ২৫ তারিখেই যেহেতু রাকসু নির্বাচন তাই এটি বর্তমানে একটি জরুরী অবস্থানেই আছে।
আমরা আমাদের সকল কার্যক্রম চালু রেখেছি, আমাদের অফিস খোলা রয়েছে এবং আমাদের সকল কার্যক্রমই স্বাভাবিকভাবে চলছে।



