Logo
Logo
×

শিক্ষা

খিলগাঁও মডেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

খিলগাঁও মডেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

রাজধানীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এক জমকালো ও আবেগঘন মিলনমেলার আয়োজন করেছেন। স্মৃতি, শ্রদ্ধা আর ভবিষ্যতের প্রত্যয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য উৎসবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এই মিলনমেলার আয়োজন করে খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

কারো মাথার চুল পুরোই সাদা হয়ে গেছে, কারো বা সাদা-কালো। দীর্ঘদিন পরে একত্রিত হয়ে একে অপরকে করেন আলিঙ্গন। আড্ডা আর হাসিতে চললো কলেজ ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণা। ইট-কাঠের এই যান্ত্রিক ঢাকা শহরে সবাই ব্যস্ত। ইচ্ছা থাকলেও পুরোনো বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিয়ে সোনালি দিনের স্মৃতি রোমন্থন করার সুযোগ মেলে না বললেই চলে। কাঠখোট্টা এ শহরে তাই পূর্বপরিকল্পনা করেই মিলনমেলার আয়োজন করতে হয়। তাও হয় বছরে এক কী দু’বার। এ ক্ষেত্রে ব্যতিক্রম রাজধানীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন।

জানা যায়, রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ১৯৭০ সালে পথচলা শুরু করে ২০২৫ সালেও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৫৫ বছরের এই কলেজটি। আপন আলোয় আলোকিত আজ সারা দেশে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো: হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি কে. এম. নাহিদ হাসান, খিলগাঁও থানা বিএনপির আহবায়ক মাসুদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ আখন্দ সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র এবং ওসাকের সভাপতি আব্দুল আলীম পান্না।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর বলেন, ‘প্রথমবারের মত মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মিলনমেলা আয়োজন সম্পন্ন করেছে, এটি দারুণ একটি সামাজিক পদক্ষেপ। আমার সামনে এখন হাজারো আলো। এই আলো বৈদ্যুতিক আলো নয়। এই আলো ছাত্রদের চোখের আলো, তাদের হৃদয়ের ভালোবাসার আলো। তাদের ডাকে বার বার সাড়া দিতে চাই। ছাত্রদের এই সৌভ্রাতৃত্বের বন্ধন চির অটুট থাকুক, সেটাই কাম‌্য।’

বক্তারা বলেন, যৌবনের গুরুত্বপূর্ণ সময় এই লাল ইটের ক্যাম্পাসে কাটিয়েছি। এটার আবেগ সারাজীবন ধরে রাখতে চাই। আমরা সবাই এক ছাতার নিচে থাকলে সবার বিপদ-আপদে পাশে দাঁড়ানো সহজ হবে। প্রাক্তন হওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়- সেটির প্রমাণ দিতে চাই আমরা।

এই মিলনমেলা কেবল একটি দিন নয়, ছিল বহু বছরের সম্পর্ক ও স্মৃতির পুনর্জন্ম। খিলগাঁও মডেল কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনরা যেভাবে একত্রিত হয়ে অতীতকে শ্রদ্ধা, বর্তমানকে উদযাপন এবং ভবিষ্যতের পরিকল্পনা করছেনতা নিঃসন্দেহে অনুকরণীয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন