নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি-যুগের চিন্তা
কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ লাইন্স এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এসে জড়ো হয়। পড়ে কয়েক শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রাখে। এর আগে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে মানববন্ধন করে নিজেদের দাবি পেশ করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তাঁরা। কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত চার দফা দাবিগুলো হলো,
১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা ৩ দফা দিয়েছে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের উপক্ষো করার জন্য। আমাদেরকে সবসময় অবমূল্যায়ন করা হচ্ছে। অবিলম্বে ৩ দফা বাতিল করে আমাদের সাতদফা মেনে নিতে হবে।
নরসিংদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহবায়ক আতিকুর রহমান বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছি। বারবার আমরা দাবি নিয়ে রাজপথে দাঁড়াতে চায়না। আমাদেরকে দশম গ্রেড ফিরিয়ে দিতে হবে। আমরা আজকে ৪ দফা দিলেও মূল দাবি সাত দফা। বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফার কবর দিয়ে কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি মেনে নিতে হবে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
#



