রাবিপ্রবি’র মাস্টার প্ল্যান চূড়ান্তকরণ বিষয়ে সভা
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স বিভাগের পরিচালক আবদুল গফুর।
এতে অন্যদের মধ্যে ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দীন, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামশেদ আলম পাটোয়ারী, রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাঙ্গামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টিম লিডার মুকতাসিন মাহমুদ খান, রাবিপ্রবি মাস্টার প্ল্যান কমিটির সদস্য প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনসহ রাবিপ্রবি'র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি'র প্রকৌশলীগণ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ প্রমুখ।



