Logo
Logo
×

শিক্ষা

রাকসু নির্বাচনে মতিহার হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী মুছার ইশতেহার ঘোষণা

Icon

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

রাকসু নির্বাচনে মতিহার হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী মুছার ইশতেহার ঘোষণা

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মতিহার হলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মুসা।

রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছেন মো. মুসা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (২০১৯-২০ শিক্ষাবর্ষ), মো. মুসা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপি'র ইছাপুর গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, মেধাবী মো. মুছা কেবল বাঞ্ছারামপুর উপজেলারই নয়,বৃহত্তর কুমিল্লার প্রথম আবাসিক হল সংসদের ভিপি প্রার্থী।

এই ভিপি প্রার্থী বলেন, ‘আমার প্রার্থিতার মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া তুলে ধরা এবং তা বাস্তবায়ন করা। আমি বিশ্বাস করি, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পদক্ষেপ ও তার বাস্তব প্রমাণই শিক্ষার্থীদের আস্থা অর্জনের উপায়। গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে হলের শিক্ষার্থীরা যেটা চায় সেটা কার্যকর হবে, যেটা উচিত না সেটা কখনোই কার্যকর হবে না।’

তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম দায়িত্ব থাকবে মতিহার হলের ছাত্রদের মৌলিক অধিকার যেমন– মানসম্মত খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা। শুধু লাঞ্চ আওয়ার নয়, যেকোনো প্রয়োজনে হলের অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করবো।

রাকসু মতিহার হল ছাত্র সংসদ নির্বাচনে মো. মুসার ইশতেহারগুলো-

লেজুরবৃত্তিক ও দলীয় রাজনীতি মুক্ত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য মুক্ত, স্বাধীন পড়াশোনার উপযোগী আবাসন তৈরিতে সকলের স্বতঃস্ফূর্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন।

হলের অবকাঠামোগত উন্নয়ন: সুশৃঙ্খল ও নিরাপদ গ্যারেজ: আগামী এক মাসের মধ্যে হলের ভেতরের ফাঁকা জায়গা (সিঁড়ির নিচে) সর্বোচ্চ ব্যবহার করে সুশৃঙ্খল ও নিরাপদ গ্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এর একটি মডেলও উপস্থাপন করেছেন।

সুপেয় খাবার পানি: হলের তিনটি ব্লকের প্রতিটি ফ্লোরে সাবমার্সিবলের সুপেয় খাবার পানি পিভিসি পাইপ ও ট্যাপের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করবেন।

ওয়াশরুম ও বাথরুমের সংস্কার: জলের ওয়াশরুম, বাথরুম যুগোপযোগী সংস্কার (যেমন টাইলস, এক্সহস্ট ফ্যান, পর্যাপ্ত আলো) এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্যবহার উপযোগী ওয়াশরুম ব্যবস্থা নিশ্চিত করবেন।

উন্নত ডাইনিং ও ক্যান্টিন ব্যবস্থা: হল ব্যবস্থাপনা, ডাইনিং পরিচালনা, পূর্ণাঙ্গ ক্যান্টিন ব্যবস্থা এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার সরবরাহে বিশ্ববিদ্যালয়/হল প্রশাসনের ভর্তুকিমূলক অংশীদারিত্ব নিশ্চিত করার কথা বলেছেন।

আবাসন সংকট নিরসন-

বাঙ্কার বেড মডেল: আবাসন সংকট দূরীকরণে মতিহার হল প্রশাসনের তত্ত্ববাধানে বাঙ্কার বেড মডেল পদ্ধতিতে পূর্ণাঙ্গ ডরমেটরি নির্মাণ ও ব্যবস্থাপনা এবং ন্যায্যতার ভিত্তিতে প্রথম বর্ষ থেকে হলে সিট বরাদ্দ নিশ্চিত করতে হল প্রশাসনকে বাধ্য করবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার: বিশেষ চাহিদাসম্পন্ন ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে আবাসনের ব্যবস্থা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার।

উচ্চগতির ইন্টারনেট: হলে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেটের প্রাপ্যতা নিশ্চিত করতে হল প্রশাসন ও প্রাইভেট প্রতিষ্ঠান (স্টারলিংক) এর সাথে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ স্থাপনের ঘোষণা দিয়েছেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: মাসিক মতবিনিময় সভা, হল প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে একবার মতিহার হলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও পরামর্শের জন্য আলোচনা সভার আয়োজন করবেন।

কার্যকর অভিযোগ বক্স: একটি কার্যকর অভিযোগ বক্স স্থাপন করবেন এবং নিজে নিয়মিত তত্ত্বাবধান করবেন।

লাইব্রেরি, সংস্কৃতি ও ক্রীড়া: হল লাইব্রেরি ও রিডিং রুমের সংস্কার, সমৃদ্ধি এবং পাঠ উপযোগিতা নিশ্চিত করবেন।

স্পোর্টস রুম, সাংস্কৃতিক কেন্দ্র এবং সৃজনশীল (বিতর্ক, পাঠচক্র) মুক্তবুদ্ধির চর্চা কার্যক্রমের পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রার্থনালয়ের উন্নয়ন: হলের প্রার্থনালয়গুলো প্রার্থনা উপযোগী ও উন্নয়ন করতে কাজ করবেন। যেমন, মসজিদে নিয়মিত সংস্কার, আধুনিকীকরণ, এয়ারকন্ডিশনিং সিস্টেম চালু, মন্দিরের আসবাবপত্র, বাসন, বাদ্যযন্ত্র, পূজায় ভর্তুকি বৃদ্ধি ইত্যাদি কার্যকর করবেন।

শিক্ষার্থীদের স্বার্থরক্ষা: মতিহার হল শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সব সময় তার শক্ত অবস্থান থাকবে এবং শিক্ষার্থীবান্ধব যেকোনো সিদ্ধান্তে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

মো. মুসা তার ব্যক্তিগত মতাদর্শে বিশ্বাস করেন, দল বা সংগঠন নয়, বরং সাধারণ শিক্ষার্থীর মতামতই হবে আসল চালিকা শক্তি। তার এই ইশতেহার মতিহার হলের শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং একটি উন্নত ও শিক্ষার্থী-বান্ধব হলের স্বপ্ন দেখাচ্ছে।

মো. মুসার এই বিস্তারিত ইশতেহার প্রকাশের পর মতিহার হলের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তুঙ্গে। শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে মতিহার হলের সামগ্রিক পরিবেশের এক আমূল পরিবর্তন আসবে।

বাঞ্ছারামপুরের মেধাবী  সন্তান মুছা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় উচ্ছসিত এলাকাবাসী। দলমত নির্বিশেষে সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানিয়েছে।

বাঞ্ছারামপুরের দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে মরিচাকান্দি ডি.টি একাডেমি থেকে ২০১৭ সালে এসএসসি কৃতিত্বের সাথে পাশ করে ভর্তি হন,গাজিপুরের সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে। সেখান থেকেও ২০১৯ সালে কৃতিত্বের স্বাক্ষর রেখে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন