চাকসু নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ করা যাবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত, এবং জমা দেওয়া যাবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সময়সীমা বৃদ্ধির আবেদন করে। তাদের দাবি ছিল, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের অনেকেই এখনো মনোনয়নপত্র নিতে পারেননি, এবং পরীক্ষার কারণে অনেকেই অংশ নিতে পারেননি।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা দুদিন সময় বৃদ্ধির আবেদন করেছিলাম, নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে একদিন সময় বাড়িয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার জানান, “মঙ্গলবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে চারটি আবেদন পেয়েছি। অনেক শিক্ষার্থী আহত, তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।”
এবারের নির্বাচনে মোট ১০৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৮৮ জন এবং হল সংসদের জন্য ৬০০ জন।
এই সময়সীমা বৃদ্ধি আহত ও পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে, বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



