চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের (ভিপি নুর) শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি জানান, আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এ সময় ঢাকা মেডিকেলের বাগান গেটের প্রশাসনিক ব্লক দিয়ে আইন উপদেষ্টা প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরেই ঢাকা মেডিকেল ত্যাগ করেন।



