Logo
Logo
×

শিক্ষা

ডাকসুর কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম

ডাকসুর কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সভা শেষে জানানো হয়, ঢাবির সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন:

ভিপি সাদিক কায়েম

জিএস এস এম ফরহাদ

এজিএস মহিউদ্দীন খান

সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ

ভিপি সাদিক কায়েম বলেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। আমরা ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করব।”

এর আগে শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, ১৯২৩ সালে যাত্রা শুরুর পর ডাকসু নির্বাচন হয়েছে ৩৮ বার। ২০১৯ সালের নির্বাচনে সহসভাপতি হন নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক ছিলেন গোলাম রাব্বানী। ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৯ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৭ বার। এরপর ১৯৯১ সালের নির্বাচন সহিংসতার কারণে বন্ধ হয়ে যায়।

পরবর্তী কয়েক দশকে বিভিন্ন উপাচার্য নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ছাত্র সংগঠনের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। ২০১২ সালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পর ২০১৯ সালে হাইকোর্টের নির্দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও তা ছিল প্রশ্নবিদ্ধ।

সবশেষ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে আশা ও প্রত্যাশার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন নবনির্বাচিত নেতৃত্বের হাতে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও কার্যকর প্রতিনিধিত্বের দায়িত্ব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন