ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল দাবি করে, শিবির সমর্থিত প্যানেলকে জয়ী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। তারা অভিযোগ করে, ভোটগ্রহণে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে ছাত্রদলের প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
ছাত্রদলের এই সিদ্ধান্তে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



