Logo
Logo
×

শিক্ষা

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ চলছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ চলছে

ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। শিক্ষার্থীরা ডাকসুর ২৮টি পদ ও প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদের ১,০৩৫ জন প্রার্থী লড়ছেন ১৩টি করে পদে। অর্থাৎ প্রতিটি ভোটারকে আজ মোট ৪১টি পদে ভোট দিতে হবে।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে সোমবার রাত থেকেই ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনসিসি এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে, পাশাপাশি ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও মোতায়েন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন