বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম
মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ রবিবার (৩১ আগস্ট) এনসিটিবির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে—এমন খবর প্রকাশিত হয়েছে।
কিন্তু প্রকাশিত সংবাদটি যথার্থ নয় এবং এর সঙ্গে এনসিটিবির কোনো সিদ্ধান্তের মিল নেই। তাই এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



